প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ আগস্ট, ২০২৪

সড়কে শৃঙ্খলা

ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে কাজে নেই পুলিশ বাহিনী। এতে গত মঙ্গলবার থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফের মাঠে নামে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করিয়ে রাখতে বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়, ২ নম্বর গেট, শিল্পকলা একাডেমি, জামালখানসহ বিভিন্ন এলাকায় দেয়াল ও ফ্লাইওভারে সড়কের পিলারে এসব গ্রাফিতি দেখা যায়।

আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে দেয়ালগুলোয়। দেয়ালে দেয়ালে ছিল নানা স্লোগান : ‘স্বাধীনতা এনেছি যখন, সংস্কার করি’, ‘ইতিহাসের নতুন অধ্যায় জুলাই ২৪’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই’, ‘আমাদের দেশের ভাগ্য আমরা পরিবর্তন করব’, ‘আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে, ‘ভাই কারও পানি লাগবে, পানি’।

এদিকে তৃতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে। কাজীর দেউড়ি, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর, হালিশহর, লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, ওয়াসার মোড়সহ জনবহুল এলাকায় তারা যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট-বিএনসিসির সদস্যরাও। এদিন আনসার সদস্যদের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে গত মঙ্গলবার থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠেন নামে শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠনের কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি ও স্কাউটের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা উপজেলার বিভিন্ন মোড়, ভানুগাছ বাজার চৌমুহনী, শমশেরনগর চৌমুহনী, কাঁচাবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।

সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন প্রায় অর্ধশত ছাত্র। তারা শহরের পাঁচ মাথা মোড়, ২ নম্বর রেল ঘুমটি, মদিনা মোড়, ডাকবাংলো মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমাতে ও শৃঙ্খলভাবে যানবাহন চলাচলে কাজ করছেন তারা। এ সময় বাইরে থেকে সৈয়দপুর শহরে আসা মানুষের দুর্ভোগ লাঘবে ও যানজট নিয়ন্ত্রণে ছাত্রদের দায়িত্ব নিতে দেখা যায়। ফলে কোনো সড়কেই যানজট বা বিশৃঙ্খলা দেখা যায়নি। বিভিন্ন যানবাহনের চালকরাও স্বেচ্ছাসেবী ছাত্রদের নির্দেশনা মেনে সড়কে গাড়ি চলাচল করেছেন।

বদলগাছী (নওগাঁ) : বদলগাছী চারমাথা সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। কর্মবিরতী পালন করছে বদলগাছী থানা পুলিশ। এমন পরিস্থিতিতে বদলগাছীর বিভিন্ন মোড়ে মোড়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের সহযোগিতা করতে দেখা গেছে সাধারণ মানুষ।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন সড়ক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং আনসার সদস্যরা। ফুলপুর পৌরসভার এলাকায় সড়ক পরিষ্কারে নামে শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীদের। শিক্ষার্থী উমর ফারুক ও সাব্বির আহমেদ বলেন, সকাল থেকেই ফুলপুর বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করি। যাতে যানজট না হয়। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব। ট্রাফিকের কাজে অংশ নেন, উমর ফারুক, সাব্বির আহমেদ,আশিকুর রহমান, মাহমুদুল ইয়াসীন প্রমুখ।

মদন (নেত্রকোনা) : গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা মদন উপজেলা সদরের প্রধান সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। শিক্ষার্থীরা দলবেঁধে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন রাস্তা ও ভবন পরিষ্কার করছেন। বাংলাদেশ স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এর সঙ্গে রাত জেগে ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও মন্দির পাহারা দেওয়া হচ্ছে। দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাবনা : পাবনাতে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে যানজটে জনজীবন দুর্ভোগে পড়ে। এজন্য সড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এই শ্রম দিতেই পারি আমরা। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম সক্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো। তবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন তারা।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শহরের বিভিন্ন সড়কে যান চলাচলের সুবিধা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে শিক্ষার্থী রোভার স্কাউটের সদস্যরা। বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে শিক্ষার্থী রোভার স্কাউটসের সদস্যরা পোশাক পরিধান করে এ সেবা দিচ্ছে। পৌর এলাকার বিভিন্ন রাস্তায় রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য শৃঙ্খলা রক্ষায় কাজ করছে রোভার স্কাউটস শিক্ষার্থীরা এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close