প্রতিদিনের সংবাদ ডেস্ক
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে গণভবন, সংসদভবনসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। গতকাল বুধবার ঝাড়ু হাতে সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন এসব ধ্বংসাত্মক মালামাল পরিষ্কার করা শুরু করে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আশপাশের এলাকার রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে। এসময় দোকানে দোকানে গিয়ে মানুষদের ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
ধামরাই (ঢাকা) : ধামরাই উপজেলা, থানা, পৌরসভার ও ধামরাই প্রেস ক্লাবে হামলা করে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে উপজেলা ও থানা থেকে কর্মকর্তা ও পুলিশরা নিরাপদ স্থানে চলে যান। এরপর থেকে ঢাকার ধামরাইয়ে আনসার বাহিনীকে সুরক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়। তারা ধ্বংসাত্মক মালামাল পরিষ্কার করে আনসার বাহিনীর কর্মকর্তা ইসমাইল হোসেনের কাছে বুঝিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করে আনসার বাহিনীর এ কর্মকর্তা বলেন, থানার সুরক্ষার জন্য আমাদের অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ধামরাইয়ের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আমাদের সহযোগিতা করছেন।
এ বিষয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যারয়ের ছাত্র ইয়াজ আহম্মেদ স্বাধীন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে জয় পেয়েছি। আমাদের এ জয়কে কেউ যেন নর্স্যাৎ করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দেশের সম্পদ আর কেউ নষ্ট করবেন না। কারণ এ গুলি আমাদের টেক্সের টাকায় কেনা। তাই আমার অনুরোধ আর যেন কেউ ধ্বংসাত্মক কাজ না করেন এবং এর থেকে বিরত থাকবেন।
দোহার (ঢাকা) : ঢাকার দোহার উপজেলা সদরে সৃষ্ট ময়লা-আবর্জনা পরিষ্কার ও পুলিশের অনুপস্থিতিতে উপজেলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা থানার মোড়ে দাঁড়িয়ে যানবাহন চলাচলে সহায়তা করে। একই সঙ্গে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে আশপাশের এলাকার রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে। এসময় দোকানে দোকানে গিয়ে মানুষের ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের পরামর্শ দেন শিক্ষার্থীরা।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হাতে ঝাড়ুনিয়ে সড়কে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় উপজেলা স্মৃতিসৌধ, উপজেলা পরিষদ চত্বর ও সড়কে পরিষ্কারে নামেন শিক্ষার্থীরা। ভাঙচুরের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটাসহ নানা আবর্জনা পড়ে ছিল তা পরিষ্কার করতে নামে তারা।
বান্দরবান: নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে
পৌরসভা এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বুধবার সকালে বিডি ক্লিন বান্দরবানের আয়োজনে এবং যুব ও ছাত্র সমাজের ব্যাবস্থাপনায় এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার ট্রাফিক মোড় থেকে কার্যক্রমে শুরু করে প্রেসক্লাব চত্তর, সোনালী ব্যাংক এলাকা, জেলা প্রশাসক কার্যালয় এবং বিভিন্ন সড়কে পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিস্কার করার পাশাপাশি সাধারণ জনগণকে সড়কে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।
বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ধ্বংসযজ্ঞ করায় সেসব বর্জ্য অপসারণ করা হয়েছে। শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর, বকশীগঞ্জ হাইওয়ে থানা, মালিবাগ মোড়, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, বাস স্যান্ড এলাকাসহ পৌর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ধ্বংসাত্মক বর্জ্যগুলো অপসারণ করেন।
বান্দরবান : নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে
পৌরসভা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বুধবার সকালে বিডি ক্লিন বান্দরবানের আয়োজনে এবং যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার ট্রাফিক মোড় থেকে কার্যক্রমে শুরু করে প্রেসক্লাব চত্বর, সোনালী ব্যাংক এলাকা, জেলা প্রশাসক কার্যালয় এবং বিভিন্ন সড়কে পড়ে থাকা অসংখ্য ময়লা-আর্বজনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ জনগণকে সড়কে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিভিন্নস্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন অ্যান্ড ক্লিনে সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এসময় দেখা গেছে শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে। এসময় স্বেচ্ছাসেবী সজীব হোসেন জানান, শহীদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক লক্ষ্মীপুর এ স্লোগানে আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। এদিকে শিক্ষার্থীরা মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেন অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে ঝাড়ু হাতে উপজেলা পরিষদ পরিষ্কার করে সাধারণ ছাত্ররা। শুরুতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হন। পরে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ঝাড়ু হাতে নেমে পড়েন উপজেলা পরিষদের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে।
পরিষ্কার কাজে যোগ দেওয়া শিক্ষার্থী তারেক আজিজ বলেন, ‘বর্তমানে দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছে। প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজের মতো করে রাষ্ট্রকে সহযোগিতা করার চেষ্টা করছি।’
নরসিংদী : নরসিংদীর পলাশে ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পলাশ বাসট্যান্ড চত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনেসহ উপজেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাস্ক দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করেন। শিক্ষার্থীরা রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন সড়ক।
দিনাজপুর : সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছে। গকবাল দুপুর দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির।
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে মাঠে নেমে সড়ক পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগের (সাবেক) অফিসের সামনের সড়কে, উপজেলার ভেতরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনেসহ জেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এ কাজে নেমেছেন। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।
"