বিজিবির অভিযান
জুলাইয়ে ১৭৯ কোটি টাকার পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭৯ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৪২৫ গ্রাম রুপা, ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ, ২ লাখ ৫৬ হাজার ৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৬৪৩টি ইমিটেশন গহনা, ১৮ হাজার ৩৪১টি শাড়ি, ৯,৯০৫টি থ্রি-পিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ১ হাজার ৪২৮ ঘনফুট কাঠ, ১ হাজার ৬৪৮ কেজি চা পাতা, ১ লাখ ৪০ হাজার ৮২০ কেজি কয়লা, ৩২৩ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক, ৩টি পিকআপ, ৭টি প্রাইভেট কার/মাইক্রোবাস, ৩টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি ট্রাক্টর, ২২৯টি নৌকা, ৪৫টি সিএনজি/ইজিবাইক, ৮৪টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি।
এ ছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৫৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৬০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৯৯৭ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৪৮ বোতল ফেনসিডিল, ২২,৪২১ বোতল বিদেশি মদ, ৬৬২ লিটার বাংলা মদ। সংবাদ বিজ্ঞপ্তি।
"