প্রতিদিনের সংবাদ ডেস্ক
আনন্দ মিছিলে উজ্জীবিত বিভিন্ন দল
শেখ হাসিনার পদত্যাগ : সমাবেশে গুম, খুন, হামলার দায়ে শেখ হাসিনার বিচার দাবি * মিছিলে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ * নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একদফা দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করায় গতকাল মঙ্গলবার সারা দেশে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। সমাবেশে গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। মিছিলে শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষজন অংশ নেয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। এর আগে দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আবদুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, মো. ইলিয়াস হোসেন, বিএনপি নেতা ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম লিপন, ইউনুস আলী খান দুখু, তারেকুজ্জামান তারেক প্রমুখ।
ঝালকাঠি : ঝালকাঠিতে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন। মিছিলটি শহর ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দিদের মুক্তির দাবি জানান।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় পৃথক পৃথক আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও অপরদিকে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত শেষে আলোচনা সভাও করে তারা। এসময় হেফাজত ইসলামও আনন্দ মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আনোয়ার উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, শাখাওয়াত পাঠান, ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, রুহুল আমিন মাসুদ, জসিম উদ্দিন প্রমুখ। অপরদিকে আলহাজ হাতেম খান, সালাউদ্দিন আহমেদ, নাছির উদ্দিন, রুহুল আমিন ও আমান উল্লাহ তাজুন প্রমুখ।
চরফ্যাশন (ভোলা) : ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ধর্মবর্ন দলমত নির্বিশেষে সকল জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির (ভোলা-৪) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমীর মালতিয়া, সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদ ও যুবদল নেতা রিয়াদ শিকদার, ফজলে রাব্বি ছাত্রদল সভাপতি আলী মালতিয়া প্রমুখ।
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল পৌরশহরে আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এসময় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, সদস্য রায়হান জব্বারও মাহবুব জোমাদ্দার প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরে বিএনপির পৃথক আনন্দ মিছিল হয়েছে। নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কেন্দ্রীয় কৃষকদল সহসভাপতি সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, সাবেক মেয়র আমিনুল হক, ইউপি চেয়ারম্যান রুকনোজ্জামান রোকন প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম দেশের চলমান পরিস্থিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে কালীগঞ্জ শহরে মাইকিং ও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে উৎসাহ জানিয়ে মিছিল করেছেন। শহরের মেইন বাসস্টান্ড হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে নানা রকম স্লোগান দিয়ে উৎসাহ দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
নাটোর : নাটোরে জেলা বিএনপির শান্তি মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ করে। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জনিসহ দলের নেতারা।
নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে শুরগঞ্জ গিয়ে শেষ। এর আগে শহীদ মিনারের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিছিলে শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষজন অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মাসুদ প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীসহ স্থানীয়রা আনন্দ মিছিল করেছে। এসময় বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক সাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুসহ অনেকে। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠরা সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকও পৌর আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন খোকনের ঘরবাড়ি ভাঙচুর, আসবাবপত্র ও তাদের গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লেলিনের ঔষধের দোকান বেদখল হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রূপ নেয় বিজয়োল্লাসের শহরে। মিছিল নিয়ে ছাত্র-জনতা নেমে আসেন রাজপথে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি পূরণ হওয়ায় বিকাল পৌনে ৪টার পরপরই বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি পরিণত হয় জনসমুদ্রে। শহরের শান্তি মোড়, বিশ্বরোড মোড়, বাতেনখাঁর মোড়, শিবতলা, কলেজ রোডসহ শহরজুড়েই ছড়িয়ে পড়ে মিছিল।
ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে বিজয় মিছিল করেছে শিক্ষার্থীরা গত মঙ্গলবার এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ছাতক ট্রফিক পয়েন্টে শিক্ষর্থীরা জড়ো হয়ে বক্তব্য দিয়ে মিছিলের সমাপ্ত করে তারা। মিছিল শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. উপস্থিত হয়ে বক্তব্য দেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুর ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।
কাউখালী (পিরোজপুর) : আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে উত্তর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিঞা, জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিভিন্ন রাস্তা রাস্তায় চলছে আনন্দ মিছিল ও উল্লাস। কুড়িগ্রামের বিভিন্ন রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল করছেন ছাত্র, জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতারা। দুপুর ১২টায় একটি আনন্দ মিছিল দাদা মোড় থেকে শাপলা চত্বর ও কলেজ মোড় হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারী বিভিন্ন লোকজনের হাতে জাতীয় পতাকা দেখা যায়। অনেক জায়গায় তারা মিষ্টি বিতরণ করেন।
মানিকছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের বাড়িতে রাতের আধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এরপর জেলা বিএনপির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল হয়েছে। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্য অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুদকার, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক, সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. আজিজ তালুকদার, সায়েদ আল মামুন শহীদ ফকির, মো. সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবদুল গফুর, জাহাঙ্গীর আলম, ইসতিয়াক আহাম্মেদ বাবু, হাসনাত বেপারী, যুবদল নেতা এনামুল হক হলুদ, ইশতিয়াকুর রহমান বাবু প্রমুখ।
পটুয়াখালী : পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে জনতার আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধ জনতা সদর রোডে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে অফিসের সামনে আগুন দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা সোনালী ব্যাংক সংলগ্ন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বিকেলে ইসলামী আন্দোলনের উদ্যোগে শহরে এক বিশাল আনন্দ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করে।
"