reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০২৪

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ‘ম্যানেজারস মিটিং’

ঢাকার একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ‘ম্যানেজারস মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মো. রেদোয়ান-উল করিম আনসারী, মো. ইসমাইল হোসেন সিরাজী, রবিন রাজন সাখাওয়াত এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close