শাবিপ্রবি প্রতিনিধি

  ২২ জুন, ২০২৪

সাস্ট সাহিত্য সংসদ কমিটি

সভাপতি ফয়সাল, সম্পাদক মোস্তাফিজুর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাহিত্য, বইপড়া ও বুদ্ধিবৃত্তিক চর্চাবিষয়ক সংগঠন ‘সাস্ট সাহিত্য সংসদ’র অষ্টম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাফিজুর রহমান মনোনীত হয়েছেন।

গতকাল শুক্রবার সংগঠনটির আহ্বায়ক কমিটির সভায় অষ্টম কার্যনির্বাহী পরিষদের ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে রয়েছেন সহসভাপতি আলবার হোসেন, সহসাধারণ সম্পাদক কল্যাণ পাল ও তামিম রেজওয়ান, কোষাধ্যক্ষ আফরোজা খানম মীম ও সহকোষাধ্যক্ষ তুসরাত রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক উচ্ছ্বাস জামান, প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ ও প্রচার সম্পাদক সাকিব আলম বসুনিয়া। এর আগে চলতি বছর ২৬ মে সাস্ট সাহিত্য সংসদের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত মোতাবেক সপ্তম কার্যকরী পরিষদ বিলুপ্ত এবং ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে ছিলেন মাসুক আহমেদ, আশিকুর রহমান বিশাল, আবদুল্লাহ হারিস পাশা, শুভ ধর এবং ফয়জুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close