প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুন, ২০২৪

জমি ও গৃহ হস্তান্তর

প্রধানমন্ত্রীর উপহারে দ্বিগুণ ঈদের আনন্দ

১৮ হাজার ৫৬৬ পরিবার পেল ঘর ও ভূমি * বিভিন্ন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একযোগে সারা দেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর ভূমিহীন ও গৃহহীন ১৮ হাজার ৫৬৬টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি প্রমুখ।

রংপুর : রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরো এক হাজার ৪৯ ভূমিহীন গৃহহীন পরিবার। ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার ৬৬০টি ঘর ও ৩৮৯টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত ঘর ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রমের মধ্য দিয়ে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো। গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।

চরফ্যাশন (ভোলা) : ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর পে জমিসহ গৃহহীনদের নিকট দলিল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ মো. শহীদুল্লাহ, জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক প্রমুখ।

কক্সবাজার : কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলায় ১৪৬, সদর উপজেলা ৭৫ এবং মহেশখালী উপজেলায় ৪০টিসহ ২৬১টি পরিবারের মাঝে দেওয়া হয় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাকা ঘর ও ২ শতক জমির চাবি-দলিল। এ কার্যক্রমের অংশ হিসেবে এর মধ্যে কক্সবাজার জেলার ৬টি উপজেলা চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়াকে এর মধ্যে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকি থানার ওসি তদন্ত শফিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ আল মামুন প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দাস প্রমুখ।

যশোর : যশোরের মণিরামপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম উপজেলা পরিষদের হলরুমে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হয় উপকারভোগীদের মাঝে। রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সে সময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় প্রমুখ।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।

মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে জমিসহ ঘরের কাগজপত্র তুলে দেন।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মাঝে জমি ও গৃহের চাবি ও ফোল্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সঞ্চলনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা (রাজস্ব) মুকুল কুমার মিত্র, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সবুর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। আরো বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান প্রমুখ।

লালমনিরহাট : লালমনিরহাটে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে এ উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close