শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

উপজেলা পরিষদ

শিবচরে চেয়ারম্যানকে বরণ

মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরন করে নিয়েছে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের ইলিয়াছ আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এসময় বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিসহ নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যানদের অভ্যর্থনা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এর আগে শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা , মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা মুন্নীকে অভ্যর্থনা দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন , উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close