গাজীপুর প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

গাজীপুরে বীজ প্রত্যয়ন কার্যক্রম প্রকল্পের সেমিনার

গাজীপুরে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের সমাপনী সেমিনার ও নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার এজেন্সি প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক আহমেদ শাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর, বীজ প্রত্যয়ন এজেন্সির সাবেক পরিচালক ইকবাল আহমেদ প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বীজ প্রত্যয়ন এজেন্সির উপপরিচালক (প্রশাসন) সৈয়দ তানভীর আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থান করেন বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাদিকুর রহমান।

এর আগে প্রধান অতিথি কৃষি সচিব ফিতা কেটে, বেলুন উড়িয়ে সেমিনারের ও নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বীজ উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠানগুলো ও বীজ প্রত্যয়ন এজেন্সির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close