reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২৩

বিসিএসআইআরে বিশেষ অংশীজন কর্মশালা

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) অনুষ্ঠিত হলো ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, লাইট ইঞ্জিনিয়ারিং গবেষণার প্রসার শীর্ষক’ অংশীজন কর্মশালা-২০২৩। গতকাল সোমবার বিসিএসআইআরের আইইআরডি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান ড. মো. অধ্যাপক আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি ছিলেন মো. দেলোয়ার হোসেন, সদস্য (প্রশাসন). ড. সারোয়র জাহান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং শাহ্ আবদুল তারিক, সদস্য (অর্থ) ও সচিব।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বিসিএসআইআরের নিত্য নতুন গবেষণা উদ্ভাবনী দিয়ে দেশের আপামর জনসাধারণের কল্যাণের জন্য পিপি অ্যান্ড পিডিসির প্রকৌশলী ও গবেষকদের নিরলসভাবে কাজ করতে হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকৌশলী নাহিদ শারমিন, পরিচালক (অ.দা.), পিপি অ্যান্ড পিডিসি, বিসিএসআইআর। তিনি উল্লেখ করেন, তার গবেষণাগারের বিজ্ঞানীরা স্মার্ট বাংলাদেশ তৈরিতে নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। কর্মশালায় ২০টিরও অধিক শিল্পপ্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকসহ দেড় শতাধিক অংশীজন অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close