নিজস্ব প্রতিবেদক
৩২ প্রার্থীর নাম প্রকাশ করল ১০ দলীয় জোট

ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহর নেতৃত্বাধীন ১০ দলীয় গণতান্ত্রিক জোটের কার্যালয় ৭/২ ইস্টার্ন প্লাজা হাতিরপুলে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক জোটের শরীক দলের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদ নির্বাচনে ১০ দলের প্রার্থী তালিকায় ৩২ জনের নাম প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এস এম আশিক বিল্লাহ ঢাকা-১০ এবং নড়াইল-১, মো. আবদুল কুদ্দুস নড়াইল-১ ও ২, মো. আতাউর রহমান বেলাল গাইবান্ধা-৪, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন চৌধুরী ফরিদপুর-৪, বিএম সাব্বির ঢাকা-২, ফাতেমাতুজ জোহুরা রাফসী ঢাকা-৭, মো. এনায়েত কবীর যশোর-৪, মো. সালাউদ্দিন যশোর-৩, মো. সোহাগ যশোর-২, মো. তাজুল ইসলাম কুড়িগ্রাম-২, মো. আ. হামিদ কুড়িগ্রাম-৪, মো. মাহাবুর রহমান কুড়িগ্রাম-১, মো. ফজলুল হক কুড়িগ্রাম-৩, আবদুস মান্নান তালুকদার পটুয়াখালী-৩ ও ৪, মাহবুবুল আলম পটুয়াখালী-২ ও ৩, অ্যাডভোকেট মুশফিকুর রহমান পলক পটুয়াখালী-১, স্বপন কুমার সাহা ঢাকা-৬ ও ৮, হামিদা খাতুন সেলী ঢাকা-১৭, মো. মনছুর রহমান শেখ বগুড়া-২, মো. হামিদুল হক (সেলিম) বগুড়া-৭, মো. মাসুদ রানা কুষ্টিয়া-৩, মো. খলিলুর রহমান লালমনিরহাট-৩, ফারুক ফরাজী মাদারীপুর-১, মো. রাজু আহম্মেদ মাগুরা-১, মো. হাদিকুল ইসলাম লালমনিরহাট-২, মিসেস হাসনেয়ারা হক পিরোজপুর, মো. সাইফুল ইসলাম বরিশাল-৫, হাসিনা বেগম নিলা বরিশাল-৩, মো. ওবায়দুল হক ভোলা-২, মারিয়া ভুঞা মেরী খুলনা-৫, মোসা. নিলুফা আক্তার কুষ্টিয়া-৪, মো. জিয়াউল হক বাদল বরগুনা-১ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে স্ব স্ব নির্বাচনী এলাকায় জনসংযোগ করে যাচ্ছেন বলে জানা গেছে।
"