reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২৩

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির জাতীয় কর্মশালা

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক রবিবার সিরডাপ অডিটরিয়ামে প্রকাশনার ওপর একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ, সিরডাপের পরিচালক (গবেষণা) ও অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. হেলাল উদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি এবং পিকেএসএফএর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কর্মশালার বিষয়বস্তুর ওপর বিস্তারিত উপস্থাপনা করেন অথরিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন।

আলোচকরা ২০২২-২০২৩ অর্থবছরে অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসহ বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতের বিভিন্ন অর্জনের ওপর তাদের স্ব-স্ব মতামত তুলে ধরার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্রঋণ খাতের অবদানের ভূয়সী প্রশংসা করেন। আর্থিক অন্য খাতের তুলনায় এ খাতে আদায়ের হার অনেক বেশি, যা ৯৮ শতাংশ এবং নারীর অংশগ্রহণ প্রায় ৯১ শতাংশ। গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে এ খাত অনন্য ভূমিকা পালন করছে। কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংক, এনজিওবিষয়ক ব্যুরো, সমাজসেবা অধিদপ্তর, রেজিস্ট্রার অব জয়েন্টস্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, মহিলাবিষয়ক অধিদপ্তর, বিআইডিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিআরডিবি, গ্রামীণ ব্যাংক, পিকেএসএফ, আইএনএম, সিডিএফ, ইনাফি বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close