খুলনা ব্যুরো
২০ নভেম্বর, ২০২৩
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা রবিবার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান সভায় জানান, জেলায় ডেঙ্গুজ্বরের প্রকোপ কিছুটা কমেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা প্রয়োজন।
জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং চারটি উপজেলা হাসপাতালের ভিশন কর্নারে চোখের চিকিৎসা ও চোখ পরীক্ষা করে চশমার পাওয়ার নির্ণয়ের ব্যবস্থা রয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন