চট্টগ্রাম ব্যুরো

  ১৯ নভেম্বর, ২০২৩

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রখ্যাত সাংবাদিক নেতা আবু সুফিয়ান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১৫ বছর টানা ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্প পদ্মা সেতু, ডেমু ট্রেন, বঙ্গবন্ধু টানেল ও কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধনসহ ব্যাপক উন্নয়ন করেছে। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

আবু সুফিয়ান বাংলাদেশ আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জুনু।

চট্টগ্রাম দক্ষিণ জেলা তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক বরাতুল হাসান বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. আবদুর রহিম, সৈয়দ মো. জানে আলম, জামিল হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, সাইফুল ইসলাম শাহিন, মো. শাহাদাত হোসেন, মেহেরাজ হাসান তাসিন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, তথ্যপ্রযুক্তি লীগের বোয়ালখালী সভাপতি বাবলী ঘোষ, জেলা উপমহিলা ও শিশুবিষয়ক সম্পাদক সোমা দেব, রুমা আক্তার, রুনা আক্তার, শাহীন আক্তার, রূপন চৌধুরী, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. সুমন প্রমুখ।

পরিচিতি সভাশেষে আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতারা চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close