নিজস্ব প্রতিবেদক
৩০০ আসনে প্রার্থী দিচ্ছে ১০ দলীয় জোট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার হাতিরপুলে ইস্টার্ন প্লাজায় গতকাল শনিবার অনুষ্ঠিত জোটের এ নীতিনির্ধারণী আলোচনায় সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক জোট বাংলাদেশের শরীক দলের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এ জোটের পক্ষ থেকে শিগগিরই জাতীয় সংসদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তারা দেশের প্রত্যেক আসনে দলীয় ও জোটগত প্রার্থী বাছাইয়ের কাজ করছেন। এ জোটের কো-চেয়ারম্যান ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ঊর্ধ্বে তুলে ধরতে মহান জাতীয় সংসদে যেতে চাই। আমাদের জোটের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক, অসাম্পদায়িক দেশ গড়া। যে দেশে আমরা সবাই মিলেমিশে বাস করব। আগামীর বাংলাদেশ হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির।
"