
মাইলস্টোনে নবনির্মিত কামালউদ্দিন সেমিনার হল উদ্বোধন

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত কামালউদ্দিন সেমিনার হল। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত সেমিনার হলটির নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়ার নাম অনুসারে। শিক্ষাপ্রিয় মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে কর্মজীবন অতিবাহিত করেছেন। সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ, জ্যেষ্ঠ উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদে।
মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়ার অনন্য পরিচয় তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সহোদর। গত ১৬ নভেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের নামাঙ্কিত সেমিনার হলের উদ্বোধন করেন লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও শিক্ষক- শিক্ষিকাদের বক্তব্যে উঠে আসে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রতিটি সাফল্যের জন্য সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়ার অনন্য ভূমিকার কথা। অনুষ্ঠানের শেষাংশে ছিল শিক্ষক- শিক্ষিকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে একক ও দলগত আবৃত্তি, গান, নৃত্যের মতো নান্দনিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সংবাদ বিজ্ঞপ্তি।
"