জামালপুর প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদনে ফিরেছে জামালপুরের তারাকান্দিতে স্থাপিত যমুনা সার কারখানা। গত বৃহস্পতিবার রাত ১টা থেকে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। এর আগে ১ নভেম্বর কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়।

দেলোয়ার হোসেন আরো জানান, প্রতিদিন ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদনক্ষম এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাটিতে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close