reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো অভিযোগ ছাড়াই গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর সিটি কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং বিসিপিএস এই ৬টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা অংশগ্রহণ করেন।

এদিন সকালে বৃষ্টিসহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের ১০ম থেকে ১৫তম গ্রেডের ১৭টি বিভিন্ন মূল পদের চাকরিপ্রত্যাশীদের জন্য অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। উপাচার্য পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি. জেনা. ডা. মো. আবদুল্লাহ আল হারুন, পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দা.) মো. আবদুল হাকিম, উপ-রেজিস্ট্রার মো. আবদুল আলীম, উপপরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close