তানোর (রাজশাহী) প্রতিনিধি
বিভিন্ন পেশাজীবীর সঙ্গে ফারুক চৌধুরীর মতবিনিময়

রাজশাহী-১ আসনের বিভিন্ন ইউপিতে সরকারের উন্নয়ন চিত্র ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ফারুক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউপির আয়োজনে কৃষ্ণপুর স্কুলমাঠে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সরকারের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী। উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার। তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুজন প্রমুখ।
"