হবিগঞ্জ প্রতিনিধি
ভিক্ষাবৃত্তি করা শিশুকে স্কুলে ভর্তি করলেন ওসি

হবিগঞ্জের চুনারুঘাটে নানার সঙ্গে ভিক্ষাবৃত্তি করা ৭ বছরের শিশু নাঈমাকে স্কুলে ভর্তি করে দিলেন থানার ওসি রাশেদুল হক। তিনি ওই শিশুকে রাস্তায় পেয়ে খাতা, কলম, স্কুল ব্যাগ ও নতুন জামা কাপড় কিনে দেন। পরে নিজ গাড়িতে করে স্থানীয় কালিশিরি প্রাথমিক বিদ্যালয়ে তাকে নিয়ে যান। একই সাথে নাঈমার নানা বৃদ্ধ আবদুর রহিমকে নগদ অর্থ ও একটি নতুন পাঞ্জাবি কিনে দেন ওসি।
বুধবার দুপুরে শিশু নাঈমাকে স্কুলে ভর্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও কালিশিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মতিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবদুস ছাত্তার মোল্লা প্রমুখ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শিশু নাঈমাকে সঙ্গে ভিক্ষা করে আসছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী আবদুর রহিম। জীবিকা নির্বাহ করতে প্রতিদিন তারা ২০০ থেকে ৩০০ টাকা রোজগার করতেন। সম্প্রতি রাস্তায় তাদের সঙ্গে দেখা হয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হকের। পরে তিনি তাদের আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেন এবং শিশু নাঈমাকে স্থানীয় কালিশিরী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, ‘চোখের সামনে অর্থের অভাবে একটি কন্যাশিশু লেখাপড়া করতে পারবে না সেটা আমি মেনে নিতে পারি না। নাঈমাকে মানুষের মতো হতে হলে লেখাপড়া করতে হবে। তার লেখাপড়ার সব খরচ আমি নিজে বহন করার সিদ্ধান্ত নিয়েছি’।
"