reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০২৩

মাইলস্টোন কলেজে অ্যাডভাইজার কাপ ফুটবল টুর্নামেন্ট

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাডভাইজার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে একাদশ শ্রেণির আবাসিক ছাত্ররা। ১১ নভেম্বর অ্যাডভাইজার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনের পূর্বে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় অ্যাডভাইজার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আয়োজিত অ্যাডভাইজার কাপের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। সমাপনী দিন অ্যাডভাইজার কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের প্রথম তপস্যা লেখাপড়া। তবে লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলার বিশেষ প্রয়োজন আছে। কারণ নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সতেজ এবং সুস্থ রাখে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close