
বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির নেতাদের পরিচিতি সভা

বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে নবনির্বাচিত নেতাদের পরিচিতি ও আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জনির সঞ্চালনায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও প্রধান (সিপিই) মো. গিয়াস উদ্দীন বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুগ্মসচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পুলক কান্তি বড়ুয়া, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) (গ্রেড-২) প্রকৌশলী মো. আতাউর রহমান খান, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. সালমান ফারসি, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জি এম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম এনডিসি। সংবাদ বিজ্ঞপ্তি।
"