অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩
খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করল তথ্য কমিশন
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি, পরিহার এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। একই সঙ্গে সতর্কের বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। বুধবার তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন। শুনানিঅন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে তাকে সতর্ক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন