রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)

  ০১ অক্টোবর, ২০২৩

ওসি রাশেদুল ইসলাম

অপরাধীরা লোহাগাড়া ছাড়েন নতুবা ভালো হয়ে যান

অপরাধ নির্মূলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, সমাজের অস্থিরতা বন্ধ করতে হবে। যদি কেউ সমাজে অস্থিরতা করলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মসজিদে কোনো প্রকার অন্যায়ভাবে বৈঠক করা যাবে না। লোহাগাড়া থানায় যোগদান করার পর থেকেই এলাকায় গরু চুরি বন্ধ করার চেষ্ঠা করেছি। কিশোরগ্যাংদের আটক করে আদালতে সৌপর্দ করেছি। থানায় সেবা নিতে নির্ভয়ে আসুন, কোনো দালাল নিয়ে থানায় আসবে না। রাতের বেলায় কোনো প্রকার ছেলেদের ঘুরাফেরা করতে পারবে না। আপনার দরজা খুলে ঘুমাতে পারলে সেদিন আমার স্বার্থকতা আসবে।

তিনি অরো বলেন, যেখানে ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছি। অবৈধভাবে কোনো প্রকার জায়গা দখল করা যাবে না। আপনাদের তথ্য গোপন থাকবে, তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করুন। অপরাধ দমনে পুলিশের একা নির্মূল করা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন। সার্বিক সহযোগিতা পেলে আপনারা দরজা খুলে ঘুমাতে পারবেন। এলাকার যেকোনো ঘটনার সঠিক তথ্য পেলে অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

৩০ সেপ্টেম্বর সকালে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে চুনতি ইউপি কার্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন জনু কোম্পানীর সভাপতিত্বে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু, লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. নাছির উদ্দিন, চুনতি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি খোরশেদ আলম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে মো. মনিরুল মাবুধ রয়েল, এনতেজার হোসেন, জানে আলম, মো. জাফর আলম, তৈয়ব উল্যাহ, শাহ আলম, মোহতাদি, ইয়াছিন মাঝি, মিসেস নাছিমা আকতার, শিরিন সুলতানা, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ন কবির। সভায় চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন পর্যায়ে নেতা, সাংবাদিক, সুশীল সমাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close