সংসদ প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২৩

চিংড়িশিল্প নিয়ে জাতীয় সংলাপে ডেপুটি স্পিকার

পাকিস্তানে মানবতার লঙ্ঘন নিয়ে কথা নেই যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের মসজিদে বোমা মেরে মুসল্লিদের হত্যা করা হয় উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে; এ নিয়ে একটি দেশের (যুক্তরাষ্ট্র) কোনো ভাবনা বা কথা নেই। অথচ মানবতা যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশ (বাংলাদেশ) নিয়ে ব্যস্ত রয়েছে বাইডেন প্রশাসন।

শনিবার (৩০ অক্টোবর) পার্লামেন্ট মেম্বারস ক্লাব, জাতীয় সংসদ ভবনে ‘চিংড়িশিল্পে নারী শ্রমিকের অবস্থান : বাস্তবতা ও প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এ সংলাপে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, আগে যারা রাষ্ট্র পরিচালনা করতেন- নারী শ্রমিকদের বৈষম্য ও নির্যাতনের কথা তাদের কানে পৌঁছাত না। বর্তমান মুক্তিযুদ্বের সপক্ষের সরকার ক্ষমতায় থাকার কারণে আপনারা (নারী শ্রমিক) সুদূর শ্যামনগর থেকে সংসদ ভবনের মতো সুরক্ষিত এলাকায় এসে নিজেদের দাবি অকপটে তুলে ধরতে পারছেন। এটা সম্ভব হচ্ছে বর্তমান জনবান্ধব সরকার ক্ষমতায় আছে বলে। কারণ আমরা যেকোনো সমালোচনা শুনতে ভয় পাই না।

নারী শ্রমিকদের মুজুরি বৈষম্য নিরসন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, স্মাট জাতি গঠনে শুধু সরকারের একার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। তিনি বলেন, নারী শ্রমিকদের চিংড়িশিল্পে কাজ করার মাধ্যমে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তা কমিয়ে আনতে হবে। এসব ইস্যু কারো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বিশেষ অতিথির বক্তৃতায় বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, অসৎ মানুষের অতি মুনুফার কারণে আজ এই শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ চিংড়ির ওজন বাড়াতে পেরেক এবং শরীরে ক্ষতিকর জেলি প্রবেশ করানো হচ্ছে। ফলে বিদেশে এটি রপ্তানিতে নিষিদ্ধ হচ্ছে।

নারী শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রপ্তানিকৃত চিংড়ির শরীর থেকে মাথা আলাদা করায় নারীরা বেশি পারদর্শী। অথচ পুরুষের তুলনায় তাদের দেয়া হয় কম মুজুরি এটা কারো কাম্য হতে পারে না।

শ্রম বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য বেগম শামসুন্নাহার বলেন, ভয় পাওয়ার কিছু নেই। নারী শ্রমিক যারা আছেন ঐক্যবদ্ধ হোন, সৃষ্ট সংকটের সমাধান হবে। আর শ্রম ঘণ্টা আইন দ্বারা সরকার নির্ধারিত করে দিয়েছেন এ নিয়ে চাকরি হারানোর ভয় নেই। কারণ সে অনুযায়ী কাজ করেন।

পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, চিংড়িশিল্প সাতক্ষীরার মধ্যে সীমবদ্ধ নেই। নড়াইলের চিত্রা নদী পর্যন্ত পৌঁছেছে। এখন সময় এসেছে লবণ পানির ক্ষেত্র কোন পর্যন্ত সীমাবদ্ধ রাখা হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে মিঠা পানির উৎস খুঁজে পাওয়া যাবে না।

নারী শ্রমিকরা জাতীয় সংলাপে অংশ নিয়ে তাদের কর্মক্ষেত্রে পরিবেশ না থাকা নিয়ে অভিযোগ তুলে ধরেন। বলেন, তাদের কাজের ক্ষেত্রে মুজুরি বৈষম্য এবং কর্ম-পরিবেশ অনুকূলে নেই। নানাভাবে নির্যাতিত থাকা। অনেকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে বিবাহ বিচ্ছেদের মধ্যে বিধবার জীবন-যাপন করছে।

জাতীয় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। আলোচনায় অংশ নেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য বেগম শামসুন নাহার এমপি, ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প কর্মকর্তা হালিমা বেগম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক আমিনুর রসুল বাবুল, একাত্তর টিভির সহযোগী প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, অক্সফ্যাম প্রতিনিধি শাহাজাদী বেগম, ডিওয়াইডিএফর সিইও অমিয় প্রাপন চক্রবর্তী, সিমভীর অ্যাডভোকেসি কর্মকর্তা ইসাহাক ফারুকী, কাপের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল হক, শিক্ষক নেতা অধ্যক্ষ আকমল হোসেন, সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু, ইউপি সদস্য জি. এম. আব্দুর রউফ ও নিপা চক্রবর্তী, চিংড়ি শ্রমিক রেখা রানী মৃধা ও শেফালী বিবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close