চট্টগ্রাম ব্যুরো
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন
দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর জানাজা শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর চট্টগ্রাম নগরীর হজরত মিছকিন শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম এবং যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদের উপসম্পাদক কাজী আবুল মনসুরসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতা ছাড়াও জানাজায় শরীক হন চট্টগ্রাম-১১ আসনের এমপি এম এ লতিফ, সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, সিটি প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, সাবেক প্যানেল মেয়র চৌধুরী মো. হাসনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, দৈনিক সমকালের সাবেক ব্্ুযরো প্রধানসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, স্ত্রী, ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
"