টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের দাবি

চলতি সংসদ অধিবেশনেই বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নারীমৈত্রী আয়োজিত ‘২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের গুরুত্ববিষয়ক ওরিয়েন্টেশনে তারা এ দাবি তুলে ধরেন। আয়োজনে নারীমৈত্রীর সঙ্গে সার্বিক সহায়তায় ছিল ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ।

আয়োজিত অনুষ্ঠানে নারীমৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম মিয়া, প্রোগ্রামস অফিসার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে), বাংলাদেশ, হুমাইরা সুলতানা, কমিউনিকেশন ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এবং আতাউর রহমান, অ্যাডভোকেসি ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাম্মা রুশাফি অবন্তী, ডিজিটাল ক্রিয়েটর, শাম্মা শ্যাডোস।

ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম নারীমৈত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের যেসব সংশোধনীর প্রস্তাব করা হয়েছে, সেই আইন চলতি সংসদ অধিবেশনে পাসের দাবি জানাই। পাশাপাশি নতুন করে কেউ যাতে ধূমপানে আসক্ত না হতে পারে, সেই শিক্ষা পরিবার থেকেই প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close