চট্টগ্রাম ব্যুরো

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে পরকীয়া সন্দেহে মোস্তাফিজুর রহমান (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা মামলার আসামি রোস্তম আলী সরকারকে (৫০) নগরীর ফ্রি পোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আলী সরকার পীরগঞ্জ থানার চতুরা ফকিরাপাড়ার মৃত গণি সরকারের ছেলে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকা থেকে মামলা রুজু হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত মোস্তাফিজুর রহমান (৪৮) পেশায় একজন কৃষক এবং তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সতরা ফকিরাপাড়া এলাকার বাসিন্দা। স্ত্রী’র সাথে নিহতের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিল রুস্তম আলী সরকার। এ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি মুদির দোকানের সামনে নিহত মোস্তাফিজুর রহমানের সহিত রুস্তম আলী সরকারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে রুস্তম আলী সরকার গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মোস্তাফিজুর রহমানের বাড়ি যাওয়ায় রাস্তার পাশে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত হলে তখন রুস্তম আলী সরকার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মোস্তাফিজুর রহমানের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করলে মোস্তাফিজুর রহমান রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় রাস্তা দিয়ে অন্যান্য লোক আসতে দেখে রুস্তম আলী সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশেপাশের লোকজনের সহযোগীতায় রক্তাক্ত ও গুরুত্বর জখম অবস্থায় মোস্তাফিজুর রহমান’কে তাৎক্ষণিক পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর রংপুর জেলার পীরগঞ্জ থানায় ঘাতক রুস্তম আলী সরকার’কে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, মামলা রুজু হওয়ার পর রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ সংবাদে জানতে পারে উক্ত আসামী চট্টগ্রাম এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ঐ এলাকায় অভিযান চালিয়ে আসামী মো: রুস্তম আলী সরকার (৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close