চট্টগ্রাম ব্যুরো

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল

কাল চূড়ান্ত ট্রায়াল, ২৮ সেপ্টেম্বর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচলের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন করা হয়েছে। শনিবার (২৩) সেপ্টেম্বর টানেলে চূড়ান্ত ট্রায়াল করা হবে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

এশিয়ান হাইওয়ের সঙ্গে টানেল যুক্ত হবে জানিয়ে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, টানেলকে কেন্দ্র করে পুরো এলাকার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। ২৮ অক্টোবর টানেল উদ্বোধন করা হবে। বাংলাদেশের মানুষ টানেল নিয়ে গর্ববোধ করছে। ৩ দশমিক ৩১ কিলোমিটারের টানেল পার হতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ মিনিট। মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘টানেল নিয়ে সারা দেশের মানুষ গর্ববোধ করছে। সরকারের একটি সিগনেচার প্রজেক্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেল হচ্ছে গর্ব করার মতো আমাদের বড় একটি সাফল্য। এটি নিয়ে সারা দেশের মানুষ গর্ববোধ করছে।’

তিনি আরো বলেন ‘এই টানেল বাস্তবায়নের জন্য আমাদের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের প্রকৌশলীরা অসাধারণ এক কর্মনৈপুণ্য বা কর্মদক্ষতার মাধ্যমে আমাদের টানেল উপহার দিতে পেরেছেন। আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্যও দেবেন। বঙ্গবন্ধু টানেল শুধু আনোয়ারা ও পতেঙ্গাকে সংযুক্ত করবে তা নয়। টানেলের মাধ্যমে ওয়ান সিটি টু টাউন কনসেপ্টটি বাস্তবায়িত হয়েছে।’

সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, টানেলের নিরাপত্তার সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে। পরবর্তীতে টানেলের নিরাপত্তার সার্থে প্রয়োজনে আমরা যে কোনো সিদ্ধান্ত নিব। নদীর তলদেশ থেকে ১৮ থেকে ৩১ মিটার নিচে দিয়ে মানুষ টানেলের মাধ্যমে মানুষ এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে যাবে। টানেলের মাধ্যমে কক্সবাজারের সঙ্গে যোগাযোগও সহজ হবে।

এ সময় বেজার চেয়ারম্যান ইউসুফ হারুন, বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েল, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close