ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সরকার সুবিধাবঞ্চিতদের ভাতা চালু করেছে : ধর্ম প্রতিমন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার নিমিত্তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার লক্ষ্যে ২নং বেলগাছা ইউনিয়নে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মন্নিয়া বাজারে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানশাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শেখ হাসিনা সরকারের অন্যতম সফলতা হলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, মাতৃত্বকালীন, পুষ্টি ও মুক্তিযোদ্ধা ভাতাসহ ২৭ ধরনের ভাতা চালু করে নজির স্থাপন করেছেন বিশ্বের দরবারে, দারিদ্র্যের হার ৪৩ শতাংশে থেকে কমিয়ে ১৮ শতাংশে দাঁড়িয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল খালেক আখন্দ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম দুলাল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন শাহ, মহিলাবিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, মৎস্যজীবী লীগের সভাপতি ফরহাদ হোসেন তোতা।
কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন সদস্য মো. আবদুর রশিদ বিএসসি, কুলকান্দি শামসুর নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শাহাবউদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মিসভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫০ প্যাকেট প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেন।
"