এশিয়ান ট্যুরিজম ফেয়ার
আন্তর্জাতিক রুটের টিকিটে ২০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে বিমান
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ১০তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ১৫ থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে টিকিট বিক্রি করছে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। এ সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থাসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওই মেলার টাইটেল স্পন্সর।
কাঠমান্ডু, দিল্লি, কলকাতা ও ঢাকার যাত্রীদের জন্য জাপানের নারিতা রুটের টিকিট ক্রয়ে ২০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এসব রুটের যেসব সম্মানিত যাত্রী নারিতা যাবেন বা নারিতা থেকে এসব রুটে বিমানের ফ্লাইটে ভ্রমণ করবেন তাদের জন্য বর্তমান মার্কেট ফেয়ারের ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এসব রুটের যাত্রীরা মেলার পাশাপাশি বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে প্রমোকোড জওঝওঘএঝটঘ ব্যবহার করে ২০ শতাংশ ছাড়ের টিকিট ক্রয় করতে পারবেন। অফারটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। এছাড়াও ঢাকা থেকে যেসব যাত্রী গুয়াংজু, আবুধাবি, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, ব্যাংকক, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু যাবেন সেসব যাত্রী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর মধ্যে মেলা থেকে টিকিট ক্রয় করলে বর্তমান মার্কেট ফেয়ারের ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"