নাজমুল ইসলাম, পাবিপ্রবি
ইউজিসির গবেষণা অনুদান পেলেন পাবিপ্রবির আরো ২ শিক্ষক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের একই বিভাগের দুই শিক্ষক। তারা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল¬াহ আল মামুন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়। তথ্যমতে, প্রত্যেক গবেষক তিন লক্ষ টাকা করে বরাদ্দ পাবেন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার জায়গা। এখানে পড়াশোনার পাশাপাশি গবেষণাও চলবে। এটি পেয়ে আমি অনেক আনন্দিত। বিষয়টি একই সঙ্গে আমার ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সেই সঙ্গে আমি আমার সহকর্মীদেরও অভিনন্দন জানাই যারা এটি পেয়েছেন। এর মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়টি আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপশাখায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০ জন গবেষককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
"