চট্টগ্রাম ব্যুরো

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন কমিটির সভা

চট্টগ্রাম প্রেস ক্লাব ইতিহাস প্রণয়ন উপ-কমিটির প্রথম সভা সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয়  দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ইতিহাস প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক এম এ মালেক।

উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ইতিহাস প্রণয়ন উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম চৌধুরী সবুজ, উপ-কমিটির সদস্য মইনুদ্দীন কাদের শওকত, শহীদ উল আলম, নুরুল আমিন, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জমি হুকুম দখলের সময়ের আলোকে প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণের প্রাথমিক আলোচনা হয়।

প্রবীন সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দলমতের ঊর্ধ্বে থেকে সব বিষয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রহণযোগ্য ইতিহাস প্রণয়নের ব্যাপারে গুরুত্ব এবং কারো কাছে ক্লাবের ইতিহাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, প্রকাশনা থাকলে তা সরবরাবের অনুরোধ জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close