বগুড়া প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। উদ্বোধনী অনষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ নিয়োগ প্রার্থী, বাস-ট্রাক চালকদের ডোপ টেস্ট করার ব্যবস্থা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চালকদের মাদক মুক্ত রেখে পুলিশ নিরাপদ সড়ক তৈরি করতে চায়। মূলত যারা সড়ক ও মহাসড়কে যানবাহন চালায় তাদের ডোপ টেস্ট করা জরুরি। সড়কে মোটরযানের দুর্ঘটনা কমাতে চালকদের ডোপ টেস্ট করে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। এতে তারা মাদক গ্রহণ থেকে বিরত থাকবে। সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তির হাতে যানবাহন তুলে দেওয়ার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া বিআরটিএর সহকারি পরিচালক মঈনুল হক, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি তৈফিক হাসান ময়না, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মন্ডল। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতিতে কম খরচে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা দ্রুত রিপোর্ট প্রদান করা হবে পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমে। ৯০০ টাকায় এ সেবা দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close