রংপুর ব্যুরো

  ১৯ সেপ্টেম্বর, ২০২৩

রংপুরে আইজিপি

আগামী দিনে যেকোনো সমস্যা মোকাবিলায় প্রস্তুত পুলিশ

আগামী দিনের যেকোনো মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ পুলিশ। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য যদি কোনো কার্যক্রম হয় তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করার কথা জানালেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।

সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনায় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশ প্রধান আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গিবাদ যেন মাথাচড়া দিতে না পারে সেজন্য কাজ করছে পুলিশ। জঙ্গিবাদের বিষয়ে কোন তথ্য পাওয়া গেলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সে মোতাবেক অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। এর আগে সকালে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালিতে অংশ নেন পুলিশ প্রধান। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মনিরুজ্জামান বিপিএমবার পিপিএমবার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম পিপিএম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোবাশ্বের হাসান, র‌্যাব ১৩ কমান্ডার, আরাফাত ইসলাম এনডি পুলিশ সুপারসহ কমিউনিটি পুলিশ, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close