রংপুর ব্যুরো

  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত রংপুরে

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। রবিবার (১৭ সেপ্টেম্বর) নগর ভবন চত্বরে থেকে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে নগর ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান রাজস্ব কর্মকর্তা শ্রী জয়শ্রী রানী রায়, তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব সরকার, মো. আনিচুজ্জামান ও কাউন্সিলর মো. মমদেল হোসেনসহ অন্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভা শেষে নগর ভবন চত্বরে রংপুর সিটি করপোরেশন শাখাগুলোর কার্যক্রম নিয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close