সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন গঠন এবং ধর্মীয় সংখ্যালঘু কমিশনসহ ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মুজিব সড়কে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন, অ্যাভোকেট কল্যাণ কুমার সাহা ও শশধর সরকার, কার্য নির্বাহী কমিটির সদস্য বিজয় দত্ত অলোক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সিরাজগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি সাংবাদিক অশোক ব্যানার্জী, কালিবাড়ী গোবিন্দবাড়ী মন্দিরের সভাপতি জীবন কুমার বিশ্বাস প্রমুখ।
"