আবদুর রহমান রাসেল, রংপুর ব্যুরো
‘ডেঙ্গু থেকে বাঁচতে দরকার সচেতনতা’
দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। রংপুর শহরে কেউ এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত না হলেও, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে রংপুরে রোগী আসছে। এতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীদের সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এদিকে রংপুর নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে সিটি করপোরেশন নিয়েছে নানা উদ্যোগ। এ বিষয়ে নগরবাসীকে সচেতন করা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফলে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। রোগীরা স্বজনরা বলছেন, হাসপাতালে প্যারাসিটামল ছাড়া কোনো ধরনের ওষুধ পাচ্ছেন না তারা। তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।
কয়েক রোগীর স্বজনরা আরো বলেন, মেডিকেলে আগের চেয়ে চিকিৎসা ভালো হচ্ছে। প্রতিদিন ডাক্তার এসে দেখে যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমরা যারা ডেঙ্গু রোগী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছি- এভাবে যদি হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হয়, তাহলে দিন দিন রোগীর সংখ্যা কমে আসবে।
রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান বলেন, দুই মাস থেকে রসিকের ৩৩টি ওয়ার্ডে নিয়মিত ফগার মেশিন ও স্প্রে মেশিন দিয়ে ড্রেন ও ডেঙ্গু বসবাসের সম্ভাব্য জায়গাগুলোয় মশকনিধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে। মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩১ জন। আক্রান্তরা অনেকেই ঢাকায় কর্মরত ছিলেন, সেখান থেকে আক্রান্ত হয়ে রংপুরে এসেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ৮ জন। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত ডেঙ্গু রোগে চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন ৭১২ জন। গত তিন মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।
"