reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৩

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ক্যান বিয়ার জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জুন) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন হোচকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা নদীতে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা থেকে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close