reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৩

বিপিডব্লিউসির বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী

বাংলা নববর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড প্রফেশনাল ওমেন্স ক্লাব (BPWC)। মঙ্গলবার (৬ জুন) সংস্থার মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান নাজনীন মাহবুবের নেতৃত্বে ফুল ও ফেস্টুনে হলরুম মনোরম হয়ে ওঠে। প্রেসিডেন্ট নুসরাত জাহান সব সদস্যকে নতুন বছরের অভিনন্দন জানিয়ে উপহার দেন টিপ ও কাঁচের চুড়ি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত শেষে সংগঠনের হারানো সদস্যদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বর্ষবরণের গান ও আবৃত্তিতে ভরা জৈষ্ঠ্যের দুপুর নন্দিত হয়। অনুষ্ঠানে সংস্থার তিনজন সাবেক প্রেসিডেন্টকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেকের জীবনী পাঠ করা হয়। বর্তমান প্রেসিডেন্ট তাদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন এবং BPWC-এর মনোগ্রাম অঙ্কিত ক্লাব পিন ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

সবশেষে মধুমাসের আমের শরবত ও টকসহ বাংলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজনীন মাহবুব। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close