বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেমিনার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্বব্যাংক, ইউনিডো, ইউনিলিভার, বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘Adopting Circular Economy for Sustainable Plastic Management in Bangladesh’ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার (৮ জুন) পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, প্রেসিডেন্ট এফবিসিসিআই, Dr. Rene Van Berkel, UNIDO Representative and Head of Regional Office এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। সেমিনারে দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। তিনি টেকসই উন্নয়নে সার্কুলার ইকোনমির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
সেমিনারে Circularity as the Solution to the Plastic Pollution বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। সেমিনারের প্রথম পর্যায়ে প্যানেল আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজ শামীমা আক্তার, পরিচালক, ইউনিলিভার বাংলাদেশ; উজমা চৌধূরী, পরিচালক, প্রাণ আরএফএল গ্রুপ; বাংলাদেশ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, আরিফ এম ফয়সাল, প্রোগ্রাম স্পেশালিস্ট, ইউএনডিপি। প্যানেল চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ড. জাকি উজ্জামান, ইউনিডো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। সংবাদ বিজ্ঞপ্তি।
"