reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০২৩

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

শুক্রবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কোস্টগার্ডকে জানানো হয় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুজন ছাত্র নিখোঁজ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড স্টেশন পদ্মা কর্তৃক ছয়জনের একটি উদ্ধারকারী দল বোটে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যানা যায়, শুক্রবার সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চারজন ছাত্র ও একজন ড্রাইভার স্পিড বোটে পদ্মা সেতুর ১৬নং পিলারের পাশের চরে ঘুরতে আসে। তারা গোসল করতে নামলে দুজন নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্র সব্যসাচী সোম্য (২৯) হবিগঞ্জ জেলার লাখাই থানার সাজন গ্রামের বাসিন্দা এবং নূরুল হক নাফি (২৪) ঢাকা জেলার ভাটারা থানার বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টায় সব্যসাচী সোম্যর মরদেহ উদ্ধার করা হয় এবং শনিবার আনুমানিক ১২টায় নিখোঁজ নূরুল হক নাফিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে টেউটিয়া জেলেপাড়া থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অংশগ্রহণ করে। তাদের মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close