আজিজুল বুলু, নীলফামারী
নীলফামারীতে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারী জেলার কয়েক হাজার বিচারপ্রার্থী আদালত পাড়ায় এসে স্বস্তিতে বিশ্রাম নিতে পারে। এ কথা চিন্তা করে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। শনিবার নীলফামারী আদালত পাড়ায় বিচারপ্রার্থীদের জন্য ৫৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ১০০ জনের আসন সংখ্যার একটি বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আদালত চত্বরে একটি (অর্জুন) গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. মাহামুদুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. গোলাম সারোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) এ বি এম গোলাম রসুল, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় প্রমুখ।
"