বাগেরহাট প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

বাগেরহাটে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগারের ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. সাইফুল ইসলাম (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঈন উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মো. খুরশিদ আলম, পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিচারপতি মো. খায়রুজ্জামান বলেন, প্রধান বিচারপতির অভিপ্রায়ে দেশের প্রত্যেক আদালতের ন্যায়কুঞ্জ নামে বিচার প্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটেও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

ন্যায়কুঞ্জের ভিত্তি স্থাপনের মাধ্যমে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করা হবে। এরপর তিনি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বাগেরহাট জেলা ও দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় করেন। আইন মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগ ৫৯ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ন্যায় কুঞ্জ নির্মাণ করবে। ন্যায় কুঞ্জে দুটি ওয়াশ রুম, একটি মাতৃদুগ্ধ কর্নার, একটি ক্যান্টিন ও ফ্যানের ব্যবস্থাসহ ৮০ থেকে ১০০ জন বিশ্রাম নিতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close