রাজশাহী ব্যুরো

  ২৭ মে, ২০২৩

রাসিক নির্বাচন

চার মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে যাচাই-বাছাইয়ে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন রবিউল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, মেয়র পদে চার প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল) রয়েছেন। চারজনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম কাউন্সিলর নির্বাচিত হলেও এখনই তা ঘোষণা করার সুযোগ নেই। তবে আগামী ২ জুন প্রতীক বরাদ্দের দিন তার নাম বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close