চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে রাস্তার কাজের উদ্বোধন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত বাজার থেকে মধুমতি চত্বর পর্যন্ত আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উদ্বোধন করেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাফর ইকবাল, এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, সহকারী ইঞ্জিনিয়ার আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম মিন্টু, যুবলীগ নেতা মো. কামাল হোসেন, কনকাপৈত ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান, মো. হোসেন ভুট্রো ও ছাত্রলীগ নেতা কাজী সম্রাটসহ অন্য নেতারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে এই কনকাপৈত বাজারটি বেশিরভাগ সময় জলাবদ্ধতা থাকত। চেয়ারম্যান জাফর ইকবালের সহযোগিতায় বাজার ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বাজারের রাস্তাটির আরসিসি ঢালাই কাজ হওয়ায় সবাই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান জাফর ইকবাল।
"