reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২৩

বিএসএফআইসিতে দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালা

‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে সততা, উদ্ভাবন, পেশাগত জ্ঞান ও দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা জাতীয় কৌশল ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে লক্ষ্য রেখে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর চিনিশিল্প ভবনের নবম তলায় ৩০ মার্চ ‘দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালার’ আয়োজন করা হয়। এ প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু। দুর্নীতি প্রতিরোধে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে কর্মকর্তারাই মুখ্য ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য একটি রুটিন-বাউন্ড কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। প্রতিটি কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মনিটরিং ও ইভালুয়েশন করতে হবে। এর সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ ও নৈতিকতার বিষয়টি জড়িত। বর্তমান প্রজন্ম যদি সঠিকভাবে ভবিষ্যৎ প্রজন্মের মননে সুনীতি, চারিত্রিক সততা, নৈতিক মূল্যবোধ গ্রোথিত করতে না পরে, তাহলে আলোকিত প্রজন্ম সৃষ্টি হবে না। প্রশিক্ষণটিতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীর খায়রুল আলম, যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) প্রকৌশলী মো. আতাউর রহমান খান, সংস্থার সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার এবং সংস্থার বিভাগীয় প্রধানরাসহ ১৫টি সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকব, রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শিপিং অফিসের মহাব্যবস্থাপকরা। চিনিশিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে করপোরেশনের বিদ্যমান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close