reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মার্চ, ২০২৩

ক্লাইমেট স্মার্ট কৃষক গঠনে মতবিনিময় সভা

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুম (১ম ভবন, ২য় তলা), খামারবাড়ি, ঢাকায় ক্লাইমেট স্মার্ট কৃষক গঠনে ক্লাইমেট স্মার্ট স্কুলের প্রশিক্ষণ পাঠ্যসূচি প্রণয়ন সম্পর্কিত একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম পাটোয়ারী (১৬০০), পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, ড. মঝহারুল আজিজ (১৭০৩), পরিচালক (ভারপ্রাপ্ত), উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, ড. ফ. ম. মাহবুবুর রহমান (১৬৬৯), পরিচালক (ভারপ্রাপ্ত), পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং ড. সুরজিত সাহা রায়, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়, খামারবাড়ি, ঢাকা।

পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার বলেন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটি পরিবর্তশীল জলবায়ুর নিরিখে প্রণীত একটি যুগোপযোগী প্রকল্প। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তিগুলোর বিস্তার ও বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। ক্লাইমেট স্মার্ট কৃষির টেকসই বিস্তার ও বিকাশে ক্লাইমেট স্মার্ট কৃষক অন্যতম শর্ত। অত্র প্রকল্পের মাধ্যমে ক্লাইমেট স্মার্ট কৃষক গঠনে ক্লাইমেট স্মার্ট স্কুল ও ক্লাইমেট স্মার্ট ক্লাব গঠনের সুযোগ রয়েছে। সে লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট স্কুলের পাঠ্যক্রম নিরূপণ করার নিমিত্তে ওই বুদ্ধিভিত্তিক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ক্লাইমেট স্মার্ট কৃষক গঠন একটি মাইলফলক হবে। সভায় উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ এই ধরনের মতবিনিময় সভা অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর বলে মনে করেন। মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, ক্লাইমেট স্মার্ট কৃষক ধারণাটি একটি নতুন যাত্রা, নতুন স্বপ্নের রূপায়ন। তিনি প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close