উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০২৩

ক্ষতিকর পোকা শনাক্ত করতে আলোকফাঁদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো (ইরি) ধানের জমিতে ক্ষতিকর পোকা শনাক্তকরণে কৃষি বিভাগ থেকে আলোকফাঁদ পাতা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩টি ব্লকে এক রাতে মাঠে ধান জমিতে পাতা হয়েছে আলোকফাঁদ। উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া মাঠে এক কৃষকের জমিতে আলোকফাঁদ পাতাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী ও তার বিভাগের কজন উপসহকারী কৃষি কর্মকর্তা।

সূবর্ণা ইয়াসমিন সুমী জানান, বোরো ধানে বিভিন্ন পোকা ঘুরে বেড়ায়। এরা পাতায় বসে। সব পোকা ক্ষতিকর নয়। এখন সব মাঠেই বছরের প্রধান আবাদ বোরো ধান। বেশির ভাগ মাঠের ধান এখন কাইচ থোড়। বিভিন্ন মাঠে পাতা আলোকফাঁদে থাকা ক্ষতিকর পোকা সপ্তাহের এক দিন প্রতি সোমবারে তার বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা চিহ্নিত করবেন। এরপর সে অনুযায়ী কৃষকদের ধান ফসলে সঠিক ওষুধ ব্যবহারের বিষয় জানাবেন। তিনি আরো বলেন, কৃষক ফসলের ক্ষতিকর ও উপকারী পোকা সহজে চিহ্নিত করতে পারেন না। অনেকেই সব পোকাকে ক্ষতিকর মনে করে কীটনাশক ব্যবহার করেন। এতে আবাদে খরচ বেশি এবং ফসলের ক্ষতি হয়। আলোকফাঁদে ক্ষতিকর পোকা শনাক্তকরণে উপসহকারী কৃষি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মূল ভূমিকা রাখছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close