চট্টগ্রাম ব্যুরো
আইআইইউসিতে ক্লাব ও ক্লাস প্রতিনিধির সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রক্টরিয়াল বডির উদ্যোগে বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগীয় বিভিন্ন ক্লাবসমূহের নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন সেমিস্টারের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের তিনি প্রক্টরিয়াল বডির কাজে সহায়তা করতে অনুরোধ করেন এবং আইআইইউসির স্বকীয়তা বজায় রেখে ইতিবাচক মনোভাব এবং কাজের মাধ্যমে এই ক্যাম্পাস শিক্ষা ও মননশীলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে আহ্বান জানান।
সভার মূল আলোচক আইআইইউসির প্রক্টর এবং ইনস্টিটিউট অব ফরেন ল্যাঙ্গুয়েজেসের (আইএফএল) ডিরেক্টর মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ট্রেজারার প্রফেসর ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার আ.ফ.ম আখতারুজ্জামান কায়সার। অতিথিরা তাদের বক্তব্যে এই ধরনের আয়োজনের প্রশংসা করে প্রক্টরিয়াল বডির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ববদ্যালয়ের নিয়মশৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এ জাতীয় অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আইআইইউসির কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র সিফাতুল্লাহ রায়হানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়। সভার মূল আলোচক আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দীন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধি-নিষেধ তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ছাত্র-ছাত্রীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া, তিনি ইনস্টিউট অব ফরেন ল্যাঙ্গুয়েজেসের (আইএফএল) বিভিন্ন প্রোগ্রাম ও আইআইইউসির ছাত্রদের এ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যের শেষাংশে তিনি নবগঠিত প্রক্টরিয়াল বডির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। এই প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল আমন্ত্রিত অতিথি কর্তৃক ২০২৩ এর পুরস্কার বিতরণ। ফিমেল একাডেমিক জোনে আইআইইউসি বিজনেস ক্লাব, আইআইইউসি দাওয়াহ ক্লাব এবং আইআইইউসি সিসিই ক্লাব যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। মেইল একাডেমিক জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইআইইউসি ইবি ক্লাব। তাছাড়া আইআইইউসি কুরআনিক সায়েন্সেস ক্লাব এবং আইআইইউসি টেলিকম ক্লাব যৌথভাবে প্রথম রানার আপ এবং আইআইইউসি কম্পিউটার ক্লাব এবং আইআইইউসি ফার্মা ক্লাব যৌথভাবে দ্বিতীয় রানার আপ হবার গৌরব অর্জন করে। এছাড়া এই প্রোগ্রামে উপস্থিত প্রায় ৮০০ ছাত্র-ছাত্রীর মাঝে আইআইইউসির ক্যালেন্ডার বিতরণ করা হয়। সবশেষে সভার সভাপতি আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দীন তার সমাপনী বক্তব্যে অতিথি, অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, ভলান্টিয়ার, প্রক্টরিয়াল বডিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
"